golap-pic

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন খানবাড়ী জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মাধ্যমে নব-নির্মিত মসজিদটি জামে মসজিদ হিসাবে যাত্রা শুরু করে। স্বাধীনতার পূর্বে সিলেট-জকিগঞ্জ সড়কের পাশে মসজিদটি নির্মিত হলে এতদিন পাঞ্জেখানা হিসাবে ছিল। সম্প্রতি মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি হলে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী খানবাড়ীর সদস্যরা মসজিদের উন্নয়নে উদ্যোগী হন। খানবাড়ীর দেশি-বিদেশি লোকজনের অর্থায়নে আধুনিক স্থাপত্য শৈলীর সমাহারে পুর্নঃনির্মিত মসজিদটিতে গতকাল শুক্রবার প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজের পূর্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ে কর্মরত সিনিয়র অফিসার জুবের আহমদ খান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সেক্রেটারী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশের সভাপতি, চৌমুহনী জামে মসজিদের মোতায়াল্লী হাজী আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর কমিশনার ময়নুল ইসলাম জুনেল, খানবাড়ীর সদস্য, তাবলীগ জামাতের আমীর দেলওয়ার হোসেন খান দুল, মোহন উদ্দিন খান, আফতাব আলী খান। এ সময় গোলাপগঞ্জে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, রাণাপিং আদর্শ উ্চ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামছুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলেকুজ্জামান আলেক, চৌঘরী হুজুরের পুত্র ইলিয়াস আহমদ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টেকটর মফিজ উদ্দিন ভূইয়া, সাবেক ব্যাংক কর্মকর্তা বিলাল আহমদ, গোলাপগঞ্জ ঔষধ বিক্রয় প্রতিনিধি আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, শামিম আহমদ খান, জাহাঙ্গীর আমমদ খান, শাহিনুর ফেরদৌস খান, মাশরুর ফেরদৌস খান। জুম্মার  নামাজ শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে