bus-chapa

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)- গাজীপুর প্রতিনিধি: গতকাল  রাত ৮টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কে চক্রবর্তী এলাকায় বাসের চাপায়  এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত আব্দুল্লাহ(৩৫)  ময়মনসিংহের মুক্তাগাছা থানার কদুরপাড় এলাকার কেরু মোহন দাসের ছেলে। তিনি কাশিমপুর এলাকার প্রফেশনাল টেক্সটাইল লিমিডেট কারখানায় সহকারী স্টোর কিপার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ‍ জানান, রাত ৮টার দিকে গাজীপুরের বেক্সিমকো এলাকা থেকে আব্দুল্লাহ বাসা বদলের জন্য একটি পিকআপভ্যানে করে বাসার মালামাল নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় যাচ্ছিলেন। এ সময় চক্রবর্তী এলাকায় দ্রুতগতির একটি বাস পিকআপভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আব্দুল্লাহ ছিটকে রাস্তায় পড়লে ওই বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে