সাম্প্রতিক সংবাদ

খাদিজার হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ কমিশনার ও ডিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশ

160519061844_nurul_islam_nahid_minister_640x360_bbc_nocredit

ডেস্ক রিপোর্টঃ সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে দেখতে বুধবার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী এ সময় সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সাথে টেলিফোনে কথা বলেন এবং খাদিজার উপর হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়।
খাদিজার চাচা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য আত্মীয়-স্বজনের সাথে মন্ত্রী এ সময় কথা বলেন।
তিনি খাদিজার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
শিক্ষামন্ত্রী খাদিজার চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আহত খাদিজার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই’।
তিনি বলেন, হামলাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।

বি/এস/এস/এন

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com