সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্তমান শীতের তীব্রতায় স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগে ডাঃ ইভার আর্থিক সহযোগীতায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা চর সিতাইঝার এলাকায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত সকল শিশু শিক্ষার্থীদের মাঝে এ শীতের পোষাক বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে এ শীতের পোষাক বিতরণ করেন সভাপতি, জমি দাতা ও পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক মোঃ শহিদুল ইসলাম শিমুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আফরোজা বেগম, সহকারী শিক্ষক মোছাঃ শাহনাজ পারভীন, জেসমিন আক্তার, আঞ্জুমা বেগম, মোঃ মাহবুর রহমান সহ অভিভাবক ও শিক্ষার্থীগণ।