কাওছার হামিদ, কিশোরগঞ্জ নীলফামারী: র্যালী মঙ্গল শোভা যাত্রা ও বর কনে সেজে পালকী বহরের মধ্য দিয়ে ১৪ এপ্রিল ২০২৪ ইং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বর্ষবরণ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে র্যালী শেষ হয়। র্যালীতে অংশ নেয় উপজেলা নির্বাহী অফিসার এমএম আশিক রেজা, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, আব্দুল গনি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরল আমিন শাহ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম,রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন। কিশোরগঞ্জ নজরুল পরিষদের সাধারণ সম্পাদক লেখক সাংবাদিক আব্দুল মান্নানের নেতৃত্বে বর কনে সহ পালকী বহর নিয়ে বর্ণাঢ্য র্যালীসহ উপজেলা হলরুমে উপস্থিত হন। পরে দুপুরে উপজেলা হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সায়েদ হোসেন সাবুল,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা রোমানা ফেরদৌসি।