কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে নিতাই ইউপির মুশরুত পানিয়াল পুকুর চেয়ারম্যান পাড়াকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা করেছে।

গতকাল মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওই গ্রামে এক বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঘোষণা করা হয়।

নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর সভাপতিত্বে,সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মহিমা রঞ্জন রায়, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, নীলফামারী এসিও ম্যানেজার লুটাস চিশিম, ফিল্ড টিপি স্পেশালিস্ট -হেলথ নিউট্রেশন ওয়াশ এর সুভা তালফা প্রমুখ।এতে আরো উপস্থিত ছিলেন, এপি ম্যানেজার পিকিংচাম্বু গং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ,স্পন্সরশীপ ও সিপি অফিসার সনজয় মল্লিকসহ স্থানীয় ৪ শতাধিক সুফল ভোগী পরিবারের নারী-পুরুষ।বক্তাগণ বলেন,ওয়ার্ল্ড ভিশন গ্রামে নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্যসম্মত পায়খানা,অপুষ্টি শিশু ও গর্ভবতী মায়ের মৃত্যুহার কম,শিশু শ্রম বন্ধ করণ,শিশুদের নিয়মিত স্কুলে যাওয়া,মায়েদের গর্ভকালীন সচেতনতা, প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি,এএনসি ও পিএনসি সেবা বৃদ্ধি করণ,সু -স্বাস্থ্য কৌশল সম্পর্কে জনগনকে ধারণা, পরিস্কার-পরিচ্ছন্নতায় হাত দোয়ার অভ্যাস গড়ে তোলা,প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করণ,অপুষ্টি শিশু জন্ম হার কমানো,বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা,জৈব পদ্ধতিতে চাষাবাদ,তরল ও জৈব সার ব্যবহার,বসত বাড়ির আঙিনায় কীটনাশকমুক্ত সবজির চাষ,সৌর বিদ্যুত ব্যবহার বৃদ্ধিসহ নানা বিধ কার্যক্রম পরিচালনা করেন। যা স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত কল্পে ২৪টি স্বাস্থ্য ও পরিবেশসূচক নিশ্চিত করার মাধ্যমে এ গ্রামকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে