কাওছার হামিদ, কিশোরগঞ্জ (নীলফামারী) নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পুরণসহ আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে বসতবাড়ীর আঙ্গিনায় সবজি ও ফল বাগান বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাভলিহুড টেকনিক্যাল প্রোগ্রামের আয়োজনে চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের বাবু পাড়া এসডিএফ অফিসে ৬/৭ ও বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের খামালটারী এসডিএফ অফিসে ১১/১২ ফেব্রæয়ারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে বগুলাগাড়ির ৩৮ জন ও খামালটারীর ২৩জন ইউপিজি দলের সদস্যদ্বয় অংশগ্রহন করেন।
এ সময় সবজি ও ফল গ্রহনের প্রয়োজনীয়তা,শাক সবজি কম খাওয়ার কারণে সৃষ্ট রোগবালাই,কোন শাক সবজি কোন রোগের প্রতিকার করতে সহায়তা করে এবং শাক সবজি চাষে,সবজির খাদ্য ও পুষ্টিমান সংরক্ষণে নারীদের ভূমিকা পরিকল্পিত বসতবাড়ী সবজি বাগানের বৈশিষ্ট্য, সবজি বাগানের সুবিধা, সবজি বাগানের স্থান নির্বাচন,আদর্শ সবজি বাগানের নকশা, বেড ও নালা তৈরি, বেড়া নির্মাণ, সবজি নির্বাচন ও সবজি বিন্যাস এবং মৌসুম ভিত্তিক সবজির পরিচিতি, পিট, বস্তা পদ্ধতিতে সবজি চাষ, কৌশল, চাষাবাদের জন্য জৈবসার ব্যবস্থাপনা, সেচ ও সার ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি, সবজির চারা উৎপাদন, পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা, বালাই নাশকের ক্ষতিকারক প্রভাবসহ উল্লেখিত বিষয়গুলো তুলে ধরে কারিগরি প্রশিশিক্ষণ প্রদান করেন, চাঁদখানা বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান সরকার,বাহাগিলী বøকের নূরন্নবী ইসলাম প্রমূখ। এপির প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টার।