মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালু থানা পুলিশের অভিযানে জুয়াড়ি, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ও ১ হাজার ৫০০ শত পিচ ট্যাপেন্টাডল সহ ১২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মাদক মামলার আসামী- মোঃ শহিদুল ইসলাম (২৪), পিতা-মৃত হুজুর আলী, সাং-খিয়ার ভুগোইল কে ১০০০ পিচ ও কামরুজ্জামান (৪৩), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-দামগাড়া কে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
জুয়া মামলার আসামী- ১। মোঃ জাহাঙ্গীর আলম (৫২), পিতা-মৃত ওসমান আলী, সাং-পানাই, ২। মোঃ রাজু প্রাং (৩৮), পিতা-মোঃ লোকমান হাকিম, সাং-পানাই (বাঘড়াপাড়া), ৩। মোঃ মানিক (২৮), পিতা-মোঃ আবু তাহের, সাং-পানাই, ৪। মোঃ শামীম হোসেন (৪০), পিতা-মোঃ হবিবর রহমান, সাং-পানাই (বাঘড়াপাড়া), ৫। মোঃ শুভ (২৬), পিতা-মোঃ হারুন অর রশিদ, সাং-ভাগজোড় (কালিপাড়া) গ্রেফতার করা হয়। ২ সেট তাস ও সর্বমোট ১,১১০ টাকা উদ্ধার করা হয়। সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী- মোছাঃ আসমা খাতুন, পিতা-মোঃ বদিয়ার রহমান, সাং-লোহাজাল, মোছাঃ রেহেনা বেগম, স্বামী-জাহাঙ্গীর আলম, সাং-শিলকওড়, মোছাঃ নাজমা বেগম, পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-ভেটিসোনাই এবং ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামী- ১। মোঃ মামুনুর রশিদ পিন্টু (৪৫), পিতা-মৃত খয়বর আলী, ২। মোঃ নুরনবী (৩০), পিতা-মোঃ খোরশেদ আলম, উভয় সাং-হাজরাদিঘী (পশ্চিমপাড়া) সকলের থানা কাহালু জেলা বগুড়া। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের অঅভিযান অব্যাহত থাকবে।