বিডি নীয়ালা নিউজ(১লা ফেব্রুয়ারী১৬)- ঢাকা প্রতিনিধিঃ একটি পরিবার যত খুশি তত গাড়ি রাখবে—এই নিয়ম আর থাকবে না। প্রতিটি পরিবার সর্বোচ্চ কয়টি গাড়ি রাখতে পারবে, তার সীমা নির্ধারণের প্রস্তাব করে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘একটি পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না—এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স ১৯৮৩-এর পরিবর্তে দুটি ভিন্ন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। এর একটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন, অন্যটি সড়ক পরিবহন আইন। খসড়া সড়ক পরিবহন আইনে পরিবারপ্রতি গাড়ি সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।’
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গাড়িচালকদের প্রশিক্ষণ দরকার। তারা স্টিয়ারিং ধরেই গাড়ি চালাতে চায়। নিয়মশৃঙ্খলা মানতে চায় না। ফ্রি স্টাইলে চলতে চায়। এ ব্যাপারে মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’
তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেনের প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। ১৪টি বাইপাস, ২৩টি সেতু ও ২৩০টি কালভার্ট নির্মাণের কাজও শেষ হয়েছে। আশা করছি, মে মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
You are in reality a excellent webmaster. This web site loading speed is incredible.
It seems that you are doing any unique trick.
In addition, the contents are masterwork. you have done a magnificent process on this topic!
Similar here: dobry sklep and also here: Zakupy online