সিরাজগঞ্জ প্রতিনিধি: দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্মরণ কালের ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন প্রয়াত এমপি আব্দুল লতিফ মির্জার সুযোগ্য কন্যা, আপোষহীন নারী নেত্রী সেলিনা মির্জা মুক্তি (মোটর সাইকেল মার্কা)। নবী নেওয়াজ খান বিনু (হেলিকপ্টার মার্কা)সহ ৪ জন হ্যাবিয়ট প্রার্থীদের পরাজিত করে বিজয়ের মালা গলায় দিয়েছেন উল্লাপাড়া-সলঙ্গাবাসী। ভাইস চেয়ারম্যান পদে যে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতায় মাঠে নেমেছিলেন, তাদের মধ্যে স্বপন (চশমা মার্কা) বিজয়ী হয়েছেন বলে আনন্দ উল্লাস চলছে। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে সদা হাস্যোজ্বল, তরুণ উদীয়মান উদ্যোক্তা,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবিতা প্লাবণী সুইটি ( কলস মার্কা) অনেক অনেক ভোটে প্রতিদ্বন্দীদের পরাজিত করায় তার পক্ষের নেতাকর্মী,সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন অফিস হতে আনুষ্ঠানিক ফলাফল জানা যায়নি। তবে বেশির কেন্দ্রের ফলাফল,সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটার্স ও সমর্থকদের আনন্দ উল্লাস অব্যাহত রয়েছে। ১৪৪ টি কেন্দ্র ও ৪ লাখ ৫০ হাজার ভোটার ছিল এ উপজেলায়। মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা হতে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতিহীণ ভাবে (ইভিএম) এ ভোট প্রয়োগ অব্যাহত ছিল।প্রশাসনের সুষ্ঠ নজরদারীতে দু’একটা নামমাত্র অপ্রীতিকর ঘটনা ছাড়া অবাধ, সুষ্ঠ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে