সাম্প্রতিক সংবাদ

উত্তরায় অবরোধ চলাকালে পরিস্থান পরিবহনের বাসে আগুন

স্টাফ রিপোর্টার: নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত ঘোষিত সারা দেশজুড়ে তিন দিনের টানা অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

আজ সকালে ডিএমপির উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে একটি বাসে আগুনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৬ টা ৫৭ মিনিটের সময় উত্তরা পূর্ব থানার আজমপুর বাস স্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা পরিস্থান পরিবহনে অজ্ঞাত নামা দুষ্কৃতিকারীরা গাড়ি নাম্বার ঢাকা মেট্রো -ব- ১১-৯১৭৫ নাম্বার গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় । পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৭ টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে । তবে, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com