কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ আলু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের কৃষকরা।ধান ওঠার পর ঢাকাইয়া জাতের আলু আবাদ করেছেন নওগাঁর আত্রাইয়ের কৃষকরা।এতে লাভবান হয়েছেন সেখানকার কৃষক।বতমানে আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া, দিঘা,ব্রজপুর,শুকটকিগাছা,মদনডাঙ্গা,জাতপাড়া,কৃষকরা নতুন করে আলু লাগিয়ে তা পরিচর্যা করছেন। তবে তাদের চিন্তায় ফেলেছে ছত্রাক ও পচন রোগ। আলুক্ষেতে নিবিড় পরিচর্যায় কাজ করছেন কৃষক।কেউ কীটনাশক স্প্রে করছেন, কেউবা সেচ কিংম্বা কোদাল দিয়ে মাটি উচুঁ করে আলুর গোড়া বেঁধে দিচ্ছেন।দিনরাত পরিচযায় ব্যস্ত কৃষক আগামির লাভের আশায়। সরেজমিন ঘুরে এই চিত্র পাওয়া যায়। আত্রাই উপজেলার সিংসাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আবাদের শুরুতে আলু নিয়ে ভালোই ছিলাম।কিন্তু বৈরী আবহাওয়ার ঘন কুয়াশার কারণে আলুতে রোগবালাই বেশি হচ্ছে। ফলে প্রতিদিনই ওষধ স্প্রে করতে হচ্ছে।দিন হাজিরায় একজন শ্রমিককে চার শত টাকায় আলু ক্ষেতের পরিচযা করাতে হচ্ছে।মাঠে কাজ করছেন আফছার আলী।তিনি বলেন, সকালের কুয়াশা মাড়িয়ে আলু ক্ষেতে কাজ করে থাকি আমরা।আলু ক্ষেতে কাজ আলুতে লাভ হওয়ায় এবারে কৃষকদের আলু আবাদে বেশি আগ্রহ দেখা গেছে। আত্রাই উপজেলা কৃষি অফিসার শ্রী তাপস কুমার রায় মোবাইল ফোনে জানান,আত্রাই উপজেলায় দুই হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিদ্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো জানান উপজেলার আহসানগঞ্জ, কালিকাপুর, সাহাগোলা,হাটকালুপাড়াস্হ ইউনিয়ন গুলোতে গ্রানুলা, সাগিতা,ক্যারেজ,ষাইটা,লাল পাকড়ি, রোমানা, ডায়মন্ডসহ দেশি জাতের আলু আবাদ করেছেন কৃষকরা, বতমানে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা কৃষকদের চিন্তায় ফেলেছে। তবে কৃষি বিভাগ ওমাঠ পযায়ের কৃষি অফিসাররা কৃষকদের পরামশ দিয়ে যাচ্ছেন।