4284845441_de97ff60f9-404x227

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- ডেস্ক রিপোর্টঃ

বিষয় : শৈতপ্রবাহ নিশি।
তারিখ : ৪ ই ফেব্রুয়ারি হতে ৭ ই ফেব্রুয়ারি ২০১৬
বৈশিষ্ট্য : শৈতপ্রবাহ নিশির প্রধান বৈশিষ্ট্য হলো রাতে শীত পড়া।
হ্যাঁ, শৈতপ্রবাহ নিশি সন্ধ্যা রাত হতে সকাল ১০ টা পর্যন্ত শীত পড়াবে।
তাপমাত্রা : শৈতপ্রবাহ নিশি চলাকালীন সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে।
যেমন : রাজশাহী বিভাগে সর্বনিম্ন গড় তাপমাত্রা প্রায় +১১°সে. এর আশেপাশে থাকবে।
রংপুর বিভাগে প্রায় +১২°সে.
ময়মনসিংহ বিভাগে প্রায় +১১°সে.
ঢাকা বিভাগে প্রায় +১৩°সে.
সিলেট বিভাগে প্রায় +১১°সে.
বরিশাল বিভাগে প্রায় +১২°সে.
চট্রগ্রাম বিভাগে প্রায় +১৪°সে.
ও খুলনা বিভাগে প্রায় +১৩°সে. এর আশেপাশে থাকতেপারে।
আকাশ : শৈতপ্রবাহ নিশি চলাকালীন সময়ে দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে।
বৃষ্টি : সিলেট বিভাগের সামান্য কিছু স্থান ব্যাতিক্রম বৃষ্টির সম্বাবনা নেই অন্য স্থানে।
কুয়াশা : থাকছে। ধোয়াশা : থাকছে।
কলকাতার সর্বনিম্ন গড় তাপমাত্রাও প্রায় ১২°সে. থেকে +১৪°সে. এর আশেপাশে থাকতেপারে।
সূত্রঃ আবহাওয়া অফিস ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে