julian assange

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ  গোপন মার্কিন দলিল প্রকাশকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, জাতিসংঘের প্যানেল যদি তার বিপক্ষে মতামত দেয় তাহলে তিনি ব্রিটেনের পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

একটি যৌন নির্যাতনের মামলায় মি: অ্যাসাঞ্জকে সুইডেনের কাছে হস্তান্তর করার যে প্রক্রিয়া চলছিল তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

মি: অ্যাসাঞ্জ ২০১২ সালের জুন মাসে লন্ডনে অবস্থিত ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। সেই থেকে তিনি দূতাবাসের বাইরে আসেননি।

কারণ তিনি বের হলেই ব্রিটেনের পুলিশ তাকে আটক করে সুইডেনের কাছে হস্তান্তর করবে।মি: অ্যাসাঞ্জ মনে করেন সুইডেন পাঠানো হলে এরপর তাকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে।

এরপর ২০১৪ সালে উইকিলিকসের এই প্রতিষ্ঠাতা তার অবস্থা মূল্যায়নের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানান।

অবৈধ আটকের বিরোধী জাতিসংঘের জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ শুক্রবার তাদের প্রতিবেদন প্রকাশ করবে।

মি: অ্যাসাঞ্জ করেন জাতিসংঘের প্রতিবেদনটি যদি তার পক্ষে গেলে, তিনি স্বাধীনভাবে চলাচল করতে পারবেন।

তিনি বলেন, “ জাতিসংঘের প্রতিবেদনে যদি বলা যে আমি ব্রিটেন এবং সুইডেনের কাছে মামলায় হেরে গেছি, তাহলে শুক্রবার দুপুরে ইকুয়েডর দূতাবাস থেকে বেরিয়ে আসবো এবং গ্রেফতারের জন্য তৈরি থাকবো।”

তবে মি: অ্যাসাঞ্জ আশা করেন তার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর গোপন তারবার্তা প্রকাশ করে বিশ্বজুড়ে হৈ-চৈ ফেলে দেন অস্ট্রেলিয়ার এই নাগরিক।

সেই গোপন তারবার্তাগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন কূটনীতিকদের নানা তথ্য ফাঁস হয়ে যায়। এর পরেই মি: অ্যাসাঞ্জকে আটক করতে চাইছে যুক্তরাষ্ট্র।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে