108316842gsiWYL_fs

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ  বাংলাদেশ আবহাওয়া আধিদপ্তর কর্তিক আজ সকাল ৬ঃ০০ এম এ পোস্ট করা আগামী ২৪ ঘন্টার জন্য আবহাওয়া পূর্বাভাস-

ম্যাথু পরিস্থিতি: উপমহাদেশীয় উচ্চ সেতুবন্ধ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত. দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্ন হাওয়া বইতে পারে।

পূর্বাভাস : আবহাওয়া সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ শুষ্ক থাকতে পারে ।
কুয়াশা : ঘন কালো মেঘ সংযমী সকাল পর্যন্ত এবং মধ্য রাত্রিতে দেশের অন্যত্র মধ্যপন্থী কুয়াশার নদী অববাহিকায় এবং হালকা কোথাও কোথাও ঘটতে পারে .
তাপমাত্রা : রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে .
ঢাকাতে বায়ুর দিক এবং গতিঃ উত্তর / উত্তরপশ্চিম , 06-12 কি.মি :
ঢাকাতে আজ সূর্যদ্বয় হয়েছে সকাল ৬ঃ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধা ৫ঃ৩০ মিনিটে।
-আবহাওয়া অধিদপ্তর ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে