সাম্প্রতিক সংবাদ

আজকের আবহাওয়া

weather-1

বিডি নীয়ালা নিউজ( মার্চ১৬)-নিজস্ব প্রতিবেদনঃ
তারিখ : ০৩ ই মার্চ ২০১৬ বুধবার ।।
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।

তাপমাত্রা : দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে

বৃষ্টি : দেশের দু এক স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি বজ্রবৃষ্টি হতেপারে কিছুটা।

উজ্জ্বল সূর্যের কিরণ : ৫ থেকে ৯ ঘন্টা পাওয়া যাবে।

কুয়াশা প্রবাহ : বন্ধ আছে

শৈতপ্রবাহ : শেষ রাতে খুবই সামান

বঙ্গপোসাগর : নিরাপদ আছে।।

ধোয়াশা প্রবাহ : স্বাভাবিক আছে
বজ্রপাত :
কোয়াশা পয়েন্ট : +১৯°সে.
পশ্চিমা জেট বায়ু : সক্রিয় আছে
G-4 : স্বাভাবিক আছে
ভূমিকম্প :
ঘূর্ণিঝড় :
তাপপ্রবাহ : দিনের বেলায় হালকা আছে
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৬:২০ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬:০২ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১১ ঘন্টা ৪২ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৩০° দক্ষিণে।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com