বিডি নীয়ালা নিউজ(১৯জানুয়ারি১৬)- নিজস্ব প্রতিবেদনঃ
তারিখ : ১৯ শে জানুয়ারি ২০১৬ মঙ্গলবার
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা সহ নবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতেপারে।
তাপমাত্রা :রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
বৃষ্টি : নবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী সামান্য বৃষ্টি হতেপারে।
কোয়াশা : সন্ধ্যা রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় ঘন কোয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়) তাই রাতে জলযান সতর্কতা নিয়ে চালাবেন।
উজ্জ্বল সূর্যের কিরণ : ৩ থেকে ৪ ঘন্টা পাওয়া যাবে।
শৈতপ্রবাহ : স্বাভাবিক হয়ে আসছে।
কোয়াশা প্রবাহ : দেশের উত্তর ও মধ্যো অঞ্চলের কিছু কিছু এলাকায় আক্রান্ত হতেপারে।
ধোয়াশা : সক্রিয় আছে
ধোয়াশা প্রবাহ : চালু আছে দেশের সকল এলাকায়।
নিন্মচাপ : নেই সাগরে কোন লঘুচাপ বা নিন্মচাপ হবার সম্বাবনাও নেই আপাতত বেশকিছুদিন।
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
ভূমিকম্প : আবার নিকটবর্তী হচ্ছে।
ঘূর্ণিঝড় :
তীব্র শৈতপ্রবাহ :
বৃষ্টি বলয় : ইশান ১৯ ও ২০ শে জানুয়ারি দুর্বল বৃষ্টি বলয়। দেশের অনেক এলাকায় সামান্য বৃষ্টি হতেপারে, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি সামান্য বেশি হতেপারে।
সূর্যোদয় : সকাল ০৬:৪২ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫:৩৫ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১০ ঘন্টা ৫৩ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৪৩.৩২° দক্ষিণে।
সূত্রঃ- আবহাওয়া অফিস