গোলাপগঞ্জে থ্রী সিস্টার্স ফাউন্ডেশন ইউকের ত্রান বিতরন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে নগদ অর্থ বিতরন করেছে যুক্তরাজ্য ভিত্তীক সমাজ সেবী সংগঠন থ্রী সিস্টারস ফাউন্ডেশন ইউকে। ২  মে শনিবার সকাল ১১টায় সাথানীয় মুসলিম বাজারে তিনশত নারী-পুরুষকে খাদ্য সহায়তা ও  একশত পঞ্চাশ জনকে খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। খাদ্য বিতরন অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন থ্রী সিস্টারস ফাউন্ডেশনের সহ সভাপতি ও শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের  সাবেক প্যানেল চেয়ারম্যান সোহরাব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রী সিস্টারস ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  উপ-পরিদর্শক (এসআই) মুরাদ উল্লাহ বাহার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আরব আলী, চুনু মিয়া, সুরুজ আলী, জগলু মিয়া, মাহতাব উদ্দিন, আমরাফ রনি, আলফিস আহমদ, বিলাল আহমদ, আলাউর রহমান।  এদিকে  শুক্রবার থ্রী সিস্টার্স ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে  ভাদেশ্বর ইউনিয়নে ২২৬জন কর্মহীন শ্রমিকদের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত, ভাদেশ্বর ইউপিতে আতংক

0
আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলায় এই প্রথম এক যুবকের (৩০) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বাসিন্দা। ২ মে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী। তিনি জানান, উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের এক ব্যক্তি জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন, এমন খবর জানতে পেরে গত ২৮ এপ্রিল মঙ্গলবার করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাত ১১টার ওই ব্যক্তির করোনা 'পজিটিভ' আসে। তার সাথে থাকা বাকী চার জনের রিপোর্ট সম্পর্কে বলেন, শুধুমাত্র 'পজিটিভ' রোগীদের রিপোর্ট জানানো হয়। আর  নেগেটিভ হলে ঐ রিপোর্ট আমাদের কে জানানো হয় না। এ নিয়ে শুধু ঢাকাদক্ষিণ ইউনিয়ন জুড়ে আতংক বিরাজ করছে। পাশাপাশি ভাদেশ্বর ইউনিয়নেও আতংক বিরাজ করছে। ঐ রোগীকে দেখতে আসা তিন জন আত্বীয় ভাদ্বেশ্বর ইউনিয়নের হওয়ায় ভাদেশ্বর ইউনিয়নেও আতংক বিরাজ করছে। ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ ও রাজা পুরের লোকজন বাড়ির বাহির হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, ওই রোগী বর্তমানে বাড়িতে আছেন। ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।আক্রান্ত যুবকের আত্বীয় ভাদেশ্বর থেকে আসা ৩ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ তিন জনের একজনের বাড়ি পূর্বভাগ রাজাপুর গ্রামে এবং বাকী দুজন পূবভাগ গ্রামে। আক্রান্ত ওই ব্যক্তি পেশায় শ্রমিক। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে । তিনি গত কয়েকদিন আগে অন্য একটি জেলা থেকে বাড়িতে এসেছেন বলেও জানান তিনি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় , ঐ ব্যক্তি সহ আরো ৫ জন যুবক সুনামগঞ্জে কাজ করতে যায়। সেখানে নারায়নগঞ্জেরও লোক ছিল।তাদের সংস্পর্শে থাকার কারনে সে করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত যুবকের আরোও বাকী সারু আহমদ (২২), নুর উদ্দিন (৪০), নুমান আহমদ (১৮), আজিম আহমদ (২৩) এদের ও নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের রিপোর্ট এখন্ও আসেনি। গোলাপগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরীর নেতৃত্বে ডাক্তার শাহনেওয়াজ, মেডিকেল টেকনোলজি ল্যাব রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক সংকর লাল দে, আব্দুল সালাম, আব্দুল জলিল, মুমিত আহমদ, সি.এএইচ. সিপি রতন চন্দ্র,  রাজন আহমদ, কামরুল ইসলাম ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

গোলাপগঞ্জে সন্ত্রাসী বদরুল ইসলাম বাবুর বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার নাগরিকদের উদ্যোগে এক সন্ত্রাসীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে...

কৃষকের ধান কাটতে মাঠে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মরণঘাতী করোনাভাইরাস। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে সর্বসাধারণ। বিপাকে শ্রমজীবীরা।করোনাভাইরাস রোধে লক্ষ্মীপুর জেলায় লকডাউন করা হয়েছে। একপ্রকার ঘরবন্দি জীবনযাপন চলছে।কর্ম না থাকায় বিপাকে পড়তে হয়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের।এরই মধ্যে বোরো ধান পাকতে শুরু করেছে। এমন পরিস্থিতে সরকারের নির্দেশেনা কৃষকদের পাশে ধান কেটে ঘরে তুলে দিতে । এমন ঘোষণার পরই দেশজুড়ে কৃষকের পাশে দাঁড়িয়ে তাঁদের জমির পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ সদস্যসহ স্বেচ্ছাসেবীরা। তবে সিলেটের গোলাপগঞ্জে দেখা গেলো অন্যরকম দৃশ্য। দেখা যায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শতবর্ষে অতিক্রম করা প্রচীনতম বিদ্যাপীঠ ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে। ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে ভাদেশ্বর ইউপির কুড়া নদীর নির্মিত সেতুর পাশের একটি জমিতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা মাঠে নেমে পড়েন ধান কাঁটতে। আর শিক্ষার্থীরাও আনন্দের সাথে পাল্লা দিয়ে কেটে দিচ্ছে এক অসহায় কৃষকের ধান। এমন দৃশ্য দেখে স্থানীয় ও পথচারীরা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তারা বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিকতা এবং সামাজিকতা না থাকলে এমন কাজ করা সম্ভব নয়। এটা আমাদের জন্য শিক্ষণীয়। ভাদেশ^র নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ জানান, আমরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু করেছি। প্রথম দিনে আমরা ভাদেশ^র গ্রামের দরিদ্র কৃষক জসিম উদ্দিনের জমির ধান কেটে তার বাড়িতে নিয়ে দিই। আমার প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, স্কাউট ও সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কৃষক জসিম উদ্দিন বলেন, শিক্ষকরা মিলে আমার ধান কেটে দেওয়ায় আমি উপকৃত হয়েছে। আমার খরচ সাশ্রয় হয়েছে। ধান কাটায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ, মিন্টু চন্দ্র দেব নাথ, মহসিন আলি, আজিজুর রহমান খান, তাহের আহমদ, শিক্ষার্খী সাব্বির হোসেন রিফাত, আদনান আল শাফি, মোঃমুজাম্মিল হক তুহিন, আব্দুল মুতা আলী রিয়াজ, শাহাদাত হোসেন, আবু সালমান রনি, তুফায়েল আহমদ, মাজেদুল ইসলাম মাহদি, মোঃ রুকন আহমদ।

গোলাপগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

0
আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি:  গোলাপগঞ্জের পৌর এলাকার সরস্বতী থেকে ১২০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। ২৯ এপ্রিল বুধবার সকাল ৬টার দিকে স্বরসতি নিজগঞ্জ তাদের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মস্তকিন আলীর পুত্র মলিক মিয়া (৬০) ও তার ছেলে লিমন আহমদ (২৪) কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী । বাবা ও ছেলে দুজনই দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইয়াবা বিক্রির জের ধরে বাবার সাথে ছেলের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি দেখে স্থানীয় এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ কল করলে পুলিশ এসে তাদেরক আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত  মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানা সহ আশপাশ উপজেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মেশিনগানের নগদ অর্থ হস্তান্তর অব্যাহত

0
আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ সদর ও লক্ষীপাশা ইউনিয়নে নগদ অর্থ হস্তান্তর করেছে গোলাপগঞ্জ এসোসিয়েশন অব মিশিগান (ইউএসএ)। ২৫ এপ্রিল শনিবার কাওসার রাজা রতনের নেতৃত্বে একটি টিম আনুষ্ঠানিকভাবে ৪টি স্থানে গিয়ে এ অর্থ হস্তান্তর করেন। করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার ৬০০ টি পরিবারকে ১০০০ টাকা করে নগদ প্রদান কর্মসূচি উদ্যোগের ধারাবাহিকতা অনুযায়ী ৩য় দিনে কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জ পৌরসভায় মিলনায়তনে অর্থ প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের অর্থ প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত মাওলানা উবাদ, দুদু মিয়া এবং লক্ষীপাশা ইউনিয়নে উত্তর ও দক্ষিণ দুইটি অঞ্চলে অর্থ প্রদানের জন্য দায়িত্ব প্রাপ্ত ওহিদুর রহমান এবং আব্দুল হকের কাছে সাংগঠনিক টিম এ অর্থ পৌঁছে দেয়। এসব স্থানে অর্থ হস্তান্তরের  সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাবে সভাপতি ও গোলাপগঞ্জ বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ও স্থানীয় মুরব্বিয়ানবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, ইসলাম উদ্দিন জানু, সাগর, আছিফ , আরিফ, সাহিদ, তাহসিন, এনাম।

মরহুম কমর উদ্দিনের স্বরণে গোলাপগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

0
গোলাপগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমর উদ্দিনের স্বরণে গোলাপগঞ্জ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।...

গোলাপগঞ্জে ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ, মুখে হাসি কৃষকের

0
জমি জুড়ে পাকা ধান। উঠবে ফসল। ভরবে গোলা। খুশি আর আনন্দে ভরে উঠবে মন। কিন্তু  গোলাপগঞ্জ উপজেলার হাকালুকিতে পাকা ধান দেখে কৃষকের মাথায় দুশ্চিন্তা ভর করেছে। এই দুশ্চিন্তা শ্রমিক সঙ্কটের কারনে। দুশ্চিন্তাকে পেছনে ফেলে কৃষকের মুখে হাসি ফুটাতে পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সিলেট জেলাকে লকডাউন ঘোষনা করে প্রশাসন। এরই মধ্যে কৃষকের ক্ষেত জুড়ে পাকা ধান দোল খাচ্ছে। সাথে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। তাই সঠিক সময়ে ধান ঘরে তুলতে না পাড়লে বিফলে যাবে তাদের কষ্ট। কিন্তু লকডাউনের ফলে শ্রমিক সঙ্কট দেখা দেয়। ফলে দিশেহারা কৃষক। এই খবর পেয়ে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। ধান কাটায় উপস্থিত ছিলেন সায়েদ আহমদ, ছামি, মামুন আহমদ, আশরাফুল, হাবিবুর রহমান,  ফয়েজ,নাঈম  সমরুলসহ আরোও নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সঙ্কট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আমরা সারাদিন কৃষকের ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।

আফ্রিকায় করোনায় প্রাণ গেলো ঢাকাদক্ষিণ ইউপির যুবকের

0
আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:  দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির আরমান হোসেন মুন্না নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৩ টার কেপটাউনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত যুবক আরমান হোসেন মুন্না বাড়ি উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকা প্রবাসী সাইফুল ইসলাম তারেক। তিনি আরোও নিহত আরমান হোসেন মুন্না বিগত ১৩ তারিখ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১১ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

0
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে হাকালুকি হাড়রে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে  উপজেলার হাকালুকি হাড়রে একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ গ্রামের পরিবারগুলোর অধিকাংশই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে এখন ঝড়-বন্যার পূর্বাভাসও রয়েছে। দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। তাছাড়া উচ্চ মজুরি দিয়েও তারা শ্রমিক পাচ্ছেন না। এতে তারা বিপাকে পড়েছেন। কৃষকদের সমস্যার খবর পেয়ে কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজের নেতৃত্বে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মীরা কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন। কেন্দ্রীয় সদস্য রাহেল সিরাজ বলেন, করোনা ভাইরাসের ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় হাকালুকি হাড়রে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।'এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent Posts