জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ‘লিজেন্ডারি খেলোয়াড়’ হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন দেশের নারী ক্রিকেটের উদীয়মান তারকা ও সৈয়দপুরের কৃতি কন্যা মারুফা আক্তার। তার ধারাবাহিক পারফরম্যান্স, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন মারুফা। তিনি লিখেছেন, “আজকের এই সম্মানটা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায়। বিকেএসপি থেকে লিজেন্ডারি খেলোয়াড় হিসেবে সম্মাননা পাওয়াটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়—এই সাফল্যের সাথে জড়িয়ে আছে অনেক মানুষের ভালোবাসা, পরিশ্রম আর ত্যাগ। তিনি বিকেএসপি কর্তৃপক্ষ, ডিজি স্যার, প্রতিদিন পাশে থাকা ট্রেনিং স্যার ও কোচিং স্টাফ, সকল শিক্ষক-শিক্ষিকা এবং মাঠের বাইরে নিঃশব্দে কাজ করা যারা রয়েছেন—সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মারুফা আরও লিখেন, এই সম্মান আমাকে মনে করিয়ে দিয়েছে—পরিশ্রম কখনো ব্যর্থ হয় না, শুধু সঠিক সময়ে তার মূল্য পাওয়া যায়। আগামী দিনে আরও বড় মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ সামনে আরও বড় মঞ্চে, বাংলাদেশের জার্সি গায়ে দেশকে প্রাডো করার সুযোগ যেন আসে। প্রার্থনা রাখবেন ৷ মারুফার এ অর্জনে তার ভক্ত, কোচিং স্টাফ ও ক্রিকেটপ্রেমীরা অভিনন্দন জানিয়েছেন ৷