জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে শিশু খাদ্যে রং মেশানোর অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করা করা হয়েছে মোবাইল কোটে ৷ আজ ১১ ডিসেম্বর সৈয়দপুর পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মেহদি ইমাম, সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৷ এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শিহাব উদ্দীন, খাদ্য নিরাপদ অফিসার, জেলা কার্যালয়, নীলফামারী। সৈয়দপুর থানার সঙ্গীয় পুলিশ সদস্য যৌথ অভিযান পরিচালনা করে মেসার্স আজম ফুডস ফ্যাক্টারীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী শিশু খাদ্যে ক্ষতিকারক রং মেশানোর অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মালামাল ধ্বংস করা হয়। এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয় ৷