Saturday, 13 December 2025, 05:54 AM

সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় ৩ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত গভীর রাতে।মামলার এজাহার সূত্রে জানা যায়,ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে।এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।হাটিকুমরুল হাইওয়ে ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়।ডাকাত দল পুলিশের গাড়ি টের পেয়ে রাতের অন্ধকারে দিকবিদিক পালিয়ে যায়।এ সময় পুলিশের পিকআপ গাড়ি নিয়ে ধাওয়া করে মহাসড়কের নাহার এগ্রো এর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতির চেষ্টা কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো- টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে (ট্রাক ড্রাইভার) নাজমুল হোসেন (৩০),একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) ও টাঙ্গাইলের কালিহাতি থানার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)। আজ বুধবার সলঙ্গা থানার নবনিযুক্ত ওসি আবু জাফর জানান,মামলাটি রেকর্ড হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P