Saturday, 13 December 2025, 05:51 AM

জয়পুরহাটে সাংবাদিক উপর হামলার ঘটনায় গ্রেফতার কৃত মহিলা...

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে এনটিভি অনলাইনের পাঁচবিবি ও জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর পরিকল্পিত হামলার মামলায় গ্রেফতার হওয়া মহিলা মেম্বার নুরবানুর জামিন নামঞ্জুর করেছেন চীফ জুডিশিয়াল আমলী আদালত-২ বিচারক ক্যাথরিন গমেজ। (১০ ডিসেম্বর) বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক। এর আগে বুধবার রাত ১২টা ২০ মিনিটে আয়মা রসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ। হামলার মামলায় আরেক আসামি আনোয়ার মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করে। একপর্যায়ে তারা গালাগালি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক। ঘটনার সূত্র হিসেবে জানা যায়, গত ৩০ মে ২০২৫ এনটিভি অনলাইনে প্রকাশিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বারের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকায় শীর্ষক সংবাদকে কেন্দ্র করে নুরবানু এবং আনোয়ার ক্ষিপ্ত হয়ে ওঠেন।গত( ৯ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ৪টার দিকে সেই ক্ষোভ থেকেই সাংবাদিক মনোয়ারের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P