Saturday, 13 December 2025, 05:53 AM

দলের ত্যাগী নেতাদের মনোনয়ন দিতে হবে — মোঃ...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং জিয়া পরিবারকে নিয়ে চলমান ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে কালিয়াকৈরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল উপজেলার আশেক নগর পার্কে আয়োজিত এ কর্মীসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে। সভায় স্থানীয়, জেলা ও কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। তিনি বলেন, “বিএনপি আজ কঠিন সময় অতিক্রম করছে। অনেকেই ভয়–ভীতি ও নানা প্রতিবন্ধকতার কারণে সংগঠন থেকে সরে গেছেন। কিন্তু যারা ত্যাগ স্বীকার করে সংগঠনকে ধরে রেখেছেন—তারাই বিএনপির প্রকৃত শক্তি। আগামীর নির্বাচনকে সামনে রেখে ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করতেই হবে। জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে ত্যাগী নেতাদের হাতে মনোনয়ন তুলে দিতে হবে।তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছেন। তাঁকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ করে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসায় একজন সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে খেলা মানবাধিকার ও গণতন্ত্রের ঘোর বিরোধী।সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কালিয়াকৈরের বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। দলের যে নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনকে টিকিয়ে রেখেছেন, দল তাদের মূল্যায়ন করবেই।অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ শাহজাহান সিরাজ।সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার উজ জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন দেওয়ান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোকলেছুর রহমান,আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জলিল উদ্দিন,জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মিনার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খান,পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মীসভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা ও সুশাসন ফিরিয়ে আনার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তাঁর সুস্থতা কামনায় মোনাজাত করা হয় এবং জিয়া পরিবারকে নিয়ে ‘ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা জানানো হয়।বক্তারা আরও বলেন, বিএনপির শক্তি মাঠের ত্যাগী নেতাকর্মীরা। তাই সংগঠনের প্রতিটি ধাপে ঐক্য, শৃঙ্খলা, শান্তিপূর্ণ সাংগঠনিক কার্যক্রম এবং ত্যাগীদের মূল্যায়নই দলকে আরও শক্তিশালী করবে। আগামীর রাজনৈতিক লড়াই মোকাবিলায় এসব ত্যাগী নেতৃবৃন্দই হবে বিএনপির মূল চালিকা শক্তি।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P