বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ কলকাতা ইডেন গার্ডেনে আজ ইংল্যান্ডকে দেখে চমকে যেতে পারে ড্যারেন স্যামির ওয়েস্ট ইন্ডিজ।
সচরাচর যে দলটিকে ক্যারিবীয়রা দেখে এসেছে সেই দলটি নয়। বরং আরও দৃঢ় ও কঠিন দল হিসেবে ফাইনাল খেলতে নামবে এউইন মরগ্যানের ইংল্যান্ড।
গতকাল ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মরগ্যান জানান,অসাধারণ প্রত্যয় নিয়েই তারা শিরোপা লড়াইয়ে নামবে। সুপার টেনে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। মরগ্যান জানান,ওয়েস্ট ইন্ডিজ সেই ইংল্যান্ডকে ফাইনালে আশা করলে ভুল করবে।
সুপার টেনে ইংল্যান্ড ভালোই করেছিল। ১৮২ রান করার পরও তারা হেরেছে। কারণ মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ক্রিস গেইল ভয়ংকর হয়ে ওঠেন। অবিশ্বাস্য সেঞ্চুরিও তুলে ফেলেন তিনি। ১১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।
২০১০ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগের ২টি ম্যাচে নিজেদের উন্নতি দেখিয়েছে। সেমিফাইনালে তারা উড়তে থাকা নিউজিল্যান্ডকে হারায়। অন্যদিকে ২০১২ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তো স্বাগতিক ভারতকেই হারিয়ে দিয়েছে।
ভারত ফাইনালে নেই। ইডেনের দুঃখ থাকতেই পারে। কিন্তু উপমহাদেশের প্রতিটি দেশই ক্রিকেটকে ভালবাসে মন থেকে। রোমাঞ্চকর ক্রিকেট তাদের টানে। আর সেজন্যই যে দলেরই খেলা হোক মাঠে ছুটে যাবে তারা। কলকাতায় আজ ৬৫ হাজার সমর্থক হাজির হবেন এমন প্রত্যাশা রয়েছে।