” শুভেচ্ছা বানী”

আমরা প্রতিনিয়ত যুদ্ধ করি, কখনো নিজেকে গড়ে তোলার যুদ্ধ, প্রতিষ্ঠিত করার যুদ্ধ কখনো টিকে থাকার যুদ্ধ, রুটি-রুজির যুদ্ধ, কখনো মাতৃভূমির জন্যে যুদ্ধ করি। আজ যুক্ত হয়েছে নতুন এক যুদ্ধ।

যুদ্ধের প্রচলিত নিয়ম অনুযায়ী যে শত্তিশালী যার রণকৌশল সুচিন্তিত, সে ই যুদ্ধে জয়ী হয়। করোনার মতো অদৃশ্য শক্তির সাথে যুদ্ধে আমরা যুদ্ধের প্রচলিত বাস্তবতাকেই উপলব্ধি করছি। শক্তি এবং মেধা এই দুইয়ের মেধাদীপ্ত প্রয়োগেই আসবে বিজয়। বিজয়ের অপেক্ষার কাল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হোক। পরাজিত হোক প্রকৃতি মানুষের বেঁচে থাকার যুদ্ধে।

বিডি নীয়ালা নিউজ এর সাথে আছি সবসময়। শুভকামনা প্রিয় মাহফুজ ভাইসহ সংশ্লিষ্ট সবাইকে।

শামসুল বারী উৎপল, কবি, লেখক ও ব্যাংকার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে