মারুফ সরকার : বিনোদন প্রতিনিধি : দেশের এ প্রজন্মের জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ।দেশের পাশাপাশি বিভিন্ন দেশে কোরিগ্রাফি করছেন ।
চার বছর বয়স থেকে নাচের সঙ্গে নিজেকে যুক্ত করেন ইভান শাহরিয়ার সোহাগ। বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচ নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে দেশিয় নাটক-চলচ্চিত্র শিল্পীদের কোরিওগ্রাফি করছেন সোহাগ। এরইমধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঈদুল ফিতরে কিভাবে পালন করলেন জানতে চাইলে, সোহাগ বলেন, ঈদুল ফিতরে মায়ের ঈদ পালন করতে দেশে বাড়িতে যাই । কারণ এবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ লেখার কারণে টিভি চ্যানেলে তেমন কোনো অনুষ্ঠানের চাপ নেই। তাই ব্যস্ততা ও কম। অন্য ঈদ গুলোতে তো কাজের একটা বড় চাপ থাকে সেই জন্য মায়ের সঙ্গে ঈদ করা হয় না এবার যেহেতু সুযোগটা হয়ে গেছে বিশ্বকাপ খেলার জন্য তাই আর মিস করছিনা।তিনি আরো জানান, টেলিভিশন ঈদুল ফিতরে নাচের অনুষ্ঠান কম হয়েছে। সেটা তুলনামূলক অনেক বেশি কম।সাম্প্রতিক কলকাতাতে একটি অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফিরেছি আমি। ঈদের ছুটি কাটানোর পরপরই বেশকিছু অনুষ্ঠানের পরিকল্পনা চলছে।