ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া জেলার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বেড়েই চলেছে। ফুলছড়ি ও সাঘাটা উপজেলার প্রায় সকল ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।
বন্যার্তদের দুর্ভোগ কমাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য অ্যাড. ফজলে রাব্বি মিয়া উপজেলাগুলোর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে ত্রাণ বিতরণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম ইদ্রিস আলী জানান, ফুলছড়ি উপজেলার বন্যার্তদের মাঝে ১২৫ টন চাল ও ৪ লাখ ৭০ হাজার টাকা এবং সাঘাটা উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ৯০ টন চাল ও ৪ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে