আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর পার্বতীপরের ভবানীপুর রেলওয়ে স্টেশনের পার্শ্বে বাজারে হটাৎ গতকাল বুধবার হতে মুখ পোড়া লম্বা লেজ বিশিষ্ট একটি হনুমানকে দেখতে পায় স্থানীয়রা। পরে হনুমানটিকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে আসতে শুরু করে লোকজন। হনুমানটিকে দেখতে ভীর করছে স্থানীয়রাও। কেউবা আবার দিচ্চে রুটি ,কলাসহ বিভিন্ন খাদ্য দ্রব্য। বৃহস্পতিবার ভবানীপুর বাজারে গিয়ে দেখা যায় মেসার্স মদিনা নির্মান ট্রেডার্স এর পাশে একটি বড় গাছে বসে আছে একটি হনুমান। বাজারের লোকজনের ভীরে রাস্তায় জনজাটের সৃষ্টি হয়। জানাযায়, এর ৭/৮ দিন আগে ৮ থেকে ১০টি হনুমান দেখা গেছে পাশের ফুলবাড়ী উপজেলায়। গত সোমবার একই ধরনের একটি হনুমানের দেখা মেলে বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরের বিভিন্ন গাছে ও প্রাচীরে। স্থানীয়রা বলেন এদের ৮/১০টির একটি দল ভারত থেকে আসছে বলে আমরা শুনেছি। এব্যাপারে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুশুলপুর গ্রামের মোসলেম উদ্দীন মোসলেম জানান, গতকাল শুনেছি যে, এখানে একটি হনুমান এসেছে তাই দেখতে এসেছি। বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে আসছে।