আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর সদরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় ট্রাস্টের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মখন মিয়া। এ সময় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি ফজলুল হক ফজলু, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টিশিপ সেক্রেটারী ফারুক মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, রিপোর্টাস ইউনিটি’র সহ-সভাপতি হারিছ আলী, অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন,জাবেদ আহমদ প্রমুখ।
সভায় এডুকেশন ট্রাস্ট সাধারণ সম্পাদক মখন মিয়া জানান, চলতি বছর ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থী পর্যায়ে কোন বৃত্তি প্রদান করা হবে না। কেবল উপজেলার ৩টি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান তথা শাহজালাল একাডেমী মোল্লারচক, কৈলাশ শাহ নূর আলিয়া মাদ্রাসা এবং হাজী আব্দুস শহিদ মহিলা মাদ্রাসায় মোট ১১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হবে। তিনি আরো জানান, এ অনুদান বন্টন প্রক্রিয়া সাময়িক। আগামীতে সর্বমহলে গ্রহণ যোগ্য বন্টন প্রক্রিয়া চালুর চিন্তভাবনা রয়েছে। অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি ফজলুল হক ফজলু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এদিকে আজ বৃস্পতিবার বেলা ১১টায় কৈলাশ শাহ নুর আলিয়া মাদ্রাসায়, বেলা ২টায় হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসা আনুষ্ঠানিক ভাবে অনুদানের চেক হস্তান্তর করা হবে।