চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ (রোববার) বিকেল চারটার পর ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

রোববার (৬ জুন) বিকেলে এক সতর্কবাণীতে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুর সংমিশ্রণের ফলে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আজ বিকেল চারটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টি হতে পারে।

এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশ থেকে স্থানীয়দের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে