4

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারী ১৬)-মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি):  মেধাভিত্তিক স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়তে বাল্যবিবাহ প্রতিরোধের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, ১৮ বছর বয়সের আগে মেয়েদের ও ২১ বছরের আগে ছেলেদের শারীরিক গঠন সম্পন্ন হয় না। কিন্তু এর আগেই ছেলে-মেয়েরদের বাল্য বিবাহ দেয়ার একটি প্রবনতা বিদ্যমান রয়েছে। এ বয়সের ছেলে মেয়েদের বিবাহের ফলে অপুষ্ঠিসহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা নিয়ে শিশু জন্ম নেয়। যারা জন্ম দেন তারাও অসুস্থ হয়ে পড়েন। ফলে একদিকে যেমন মেধাবী প্রজন্ম গড়ে ওঠে না তেমনি পিতা-মাতার কর্মক্ষমতা নষ্ট হয়। কর্মক্ষমতা নষ্ট হবার ফলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর ছেলে মেয়েদের বিবাহ সম্পন্ন করা হলে মেধাবী সন্তান জন্ম নেয়। যারা আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হিসেবে কাজ করবে। ডাঃ মুন্না এমপি বলেন, বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও নারী নির্যাতন পারিবারিক এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে। সামাজিক শৃঙ্খলতা রক্ষায় এইগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এ সময় তিনি প্রশাসনকে বাল্য বিবাহ, যৌতুক, মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিয়ে বলেন, এই কাজগুলো বন্ধ করতে সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকেই প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শনিবার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কামারখন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বাল্য বিবাহ নিরোধ, যৌতুক, মাদক, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেশব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়েনের (আইপিইউ) স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সদস্য ও সমাজকল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি এই কথাগুলো বলেন। বাল্য বিবাহ নিরোধ, যৌতুক, মাদক, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, কাজি, পুরোহিত, অভিভাবক-অভিভাবিকাসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে এই কাজগুলো করা থেকে বিরত থাকার জন্য শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঈশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত (সিরাজগঞ্জ-পাবনা) আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন পীতাম্বর রায়, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। এই জনসচেতনতামূলক অনুষ্ঠান থেকে ২০১৭ সালে কামারখন্দকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা করার ঘোষনা দেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে