জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর ও বেলুন উড়িয়ে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী প্রমুখ।

উপজেলার মধ্য বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শহীদুল হক এবং পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুর রহমান বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, মুসারাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, সুধীজন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সকালে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলায় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়েছে। আর দ্বিতীয় খেলায় শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে তিনপাই-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করেছে।

বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলায় বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যলয় বালক দল সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ৫-০ গোলে পরাজিত করেছে। আর দ্বিতীয় খেলায় দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ১-০ গোলে হারিয়েছে সর্দার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে।

বিকালে দুইটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আখেরুজ্জামান আপেল এবং সহকারি রেফারী ছিলেন মোস্তাফিজুর রহমান বাদল ও আরিফ রাশেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে