জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুরে সরকারি সেবাদানকারী দফতরের কর্মকর্তাদের সঙ্গে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর আয়োজনে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে হেলভেটাস্’র সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর কামাল হোসেন শাহ্।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্ব স্ব দপ্তরের সেবাসমূহের বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী।

মতবিনিময় সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মোছা. রীমা আক্তারসহ সৈয়দপুর উপজেলার পাঁচটি কামারপুকুর,কাশিরাম বেলপুকুর, বোতলাগাড়ী, বাঙ্গালীপুর ও খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধিরা অংশ নেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে