জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সাহিত্যের পরিসীমা আমাদের পথচলা ,এই প্রতিপাদ্য নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হল সাহিত্য আসরের ২২০ তম আসর।

গতকাল ২৫ নভেম্বর রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছে
অবস্থিত সৈয়দপুর ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন আসরের নিবাহী কমিটির সদস্য ও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো।

অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম মজিদা আদশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হামিদুর রহমান।
আসরটি পরিচালনা করেন আসরের সাধারণ সম্পাদক ও শিল্প সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু।

আলোচনায় অংশ নেন ফাইলেরিয়া হাসপাতালের সাধারণ সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদ,মাশরুমের জনক আজিজুল ইসলাম,বিপিডিএ নিবাহী পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং ফাইলেরিয়া হাসপাতালের পরিচালক মোঃ রাকিবুল ইসলাম,শিল্প সাহিত্য সংসদের হামিদুল ইসলাম,শিক্ষক জাকির হোসেন, কামারপুকুর ইউপি সদস্য মমিনুল ইসলাম, কৃষিবিদ শ্রী বাসু দেব দাস প্রমুখ।

আসরে উপস্থিত ছিলেন শহরের ব্যবসায়ী,বিভিন্ন রাজনীতিক ব্যক্তি,শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা শ্রেণির ব্যক্তিগণ। আসর শেষে আসরের সদস্যরা গান,কবিতা কৌতুক ও নাচে গেয়ে আসরকে মাতিয়ে তোলেন। আসরটি প্রকাশনা উৎসব হিসাবে অনুষ্ঠিত হয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে