UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(২৫ই মার্চ১৬)-আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। ইউনিয়ন তিনটি হচ্ছে খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে এই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। ইউনিয়ন ৩টিতে তৃতীয় দফায় আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশন উপজেলার খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে তৃতীয় দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ী ইউনিয়নে অধুনালুপ্ত ছিটমহলের ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করায় ও খগাখড়িবাড়ী ইউনিয়নের সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় নির্বাচন কমিশনের উপসচিব সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তফসিল বাতিল করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নের তফসিল বাতিল করা হয়েছে। বাতিলকৃত ইউনিয়নগুলোর মনোনয়ন বিক্রিসহ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে