01

বিডি নীয়ালা নিউজ(২৫ই মে১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী):জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৭ তম জন্ম বার্ষিকী উপরক্ষে নজরূল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে গতকাল ২৪ থেকে ৫ দিন ব্যাপি নজরুল জন্মউৎসব সিরাজগঞ্জে শুরু হয়েছে ।নজরুল জন্মউৎসব উপলক্ষে গতকাল সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্র ভবনে নজরুল সংগীত,কবিতা আবৃত্তি,নৃত্য এবং চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক হেলাল আহমেদের সভাপতিত্বে সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু ।প্রবীন নাট্য ব্যাক্তিত্ব আনু ইসলাম,কবি নাট্যকার বীর মুক্তিযোদ্ধা গাজী খ,ম,আখতার হোসেন ।এছাড়া বক্তব্য রাখেন,একাডেমীর সাধারন ্সম্পাদক শিল্পী সূর্য বারী ।প্রতিযোগিতায় শতাধিক ছাএছাএী অংশগ্রহন করেন ।আজ ২৫ মে সন্ধ্যা থেকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে নজরুল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন ।শুরুতেই শতকন্ঠে নজরুল সংগীত পরিবেশন করবেন সিরাজগঞ্জ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রী কলেজের ছাএছাএী বৃন্দ সহ নজরুল একাডেমীর শিল্পীরা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে