সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ উপজেলায় গতকাল শুক্রবার পৃথক দুটি ঘটনায় দুই ব্যবসায়ী খুন হয়েছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০সয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলো উল্লাপাড়া উপজেলার দহকুলা গ্রামের আব্দুর রশিদের ছেলে চাউল ব্যবসায়ী শাহ আলম (৪৫) এবং তাড়াশ উপজেলার মহিষলুটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাছ ব্যবসায়ী শাহীন আলম (৩০)। জিআরপি থানা ও শাহ আলমের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহ আলম একটি মুঠোফোন থেকে কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সে আর ফিরে আসেননি। গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন শাহ আলমের লাশ ঈশ্বরদী-ঢাকা রেলপথের দহকুলা রেলসতুর কাছে পড়ে থাকতে দেখে।

পরে সিরাজগঞ্জ জিআরপি থানায় খবর দিয়ে তারা দুপুরে এসে লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জ জিআরপি (রেলওয়ে) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ আলমের দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করে লাশ রেলপথে ফেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপর দিকে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, শুক্রবার ভোর ৫টার সময় স্থানীরা মহিষলুটি মৎস্য আড়তে আয়নাল ফকিরের মাছের আড়ত ঘরে শাহীন আলমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আতœহত্যা বিষয়টি ময়না তদন্দের পর নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় পৃথক পৃথক ভাবে সিরাজগঞ্জ জিআরপি ও তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।#

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে