tangail-map

বিডি নীয়ালা নিউজ(১৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ  গত ৭ জানুয়ারি টাইমনিউজবিডি,ভোরের বার্তা অনলাইন এবং টাঙ্গাইলের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা গণবিপ্লবের অনলাইন ভার্সনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছের বিরুদ্ধে ভোকেশনালে ভর্তির চাপসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে প্রধান শিক্ষক নাজমুল করিমের বিরুদ্ধে । ক্ষোভ প্রকাশ করেন এলাকার সচেতন মহল। যার ফলে শফিকুলসহ তাঁর সহপাঠীরা নবম শ্রেণিতে নিজেরদের ইচ্ছেমত বিষয়ে ভর্তি হতে পেরেছেন । মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুঠোফোনে যোগাযোগ করে এ তথ্য জানান শফিকুল। এর আগে শফিকুলসহ বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে নাজমুল করিম তাদের ইচ্ছার বিরুদ্ধে ভোকেশনালে ভর্তির জন্য চাপ প্রয়োগ করেন। ভর্তি না হলে টিসি দেওয়ার হুমকিও প্রদান করেছিলেন তিনি। এদিকে ভর্তি হওয়ার পর বিনামূল্যের বই তাদের টাকা দিয়ে নিতে হয়েছে। এ বিষয়ে শফিকুল জানান, আমি ছয়শত টাকা জমা দিয়ে বই নিয়েছি। অন্যরা দিয়েছেন নয়শত টাকা করে । প্রশ্ন করা হয় তোমাকে আর ওই তিনশত টাকা দিতে হবে না । উত্তরে শফিকুল বলেন ওই তিনশত টাকা পরে দেওয়ার শর্তে স্যাররা আমাকে বই দিয়েছেন।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে