আন্তর্জাতিক রিপোর্ট : ভারতে যে বাথরুমের অভাব, তা নতুন করে বলার কিছু নেই। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর টয়লেট বানানোর হিড়িক লেগেছে সেদেশে। এই নিয়ে সম্প্রতি একটি সিনেমাও বানানো হয়েছে। অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেমকথা’ ছবির মুক্তির আগে আলিয়া ভাট জানালেন, প্রকাশ্যে বাথরুম করতে হয়েছিলো তাকেও। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, ছোটবেলায় নয়, নায়িকা হওয়ার কারণেই রাস্তার পাশে বসে প্রাকৃতিক কাজ সেরেছিলেন তিনি। আর সেটি করতে হয়েছিলো ‘হাইওয়ে’ ছবিটি করার সময়। তাকে প্রকাশ্যে টয়লেট করতে বাধ্য করেছিলেন পরিচালক ইমতিয়াজ আলি।

আলিয়া জানান, সে সময় ইমতিয়াজ আলির পরিচালনায় ‘হাইওয়ে’ ছবির শুটিংয়ে একটা ট্রাকে করে ঘুরে ঘুরে শুটিং করতে হয়েছিল। আগে থেকে লোকেশন তেমন ঠিক ছিল না। ঘুরতে ঘুরতে জায়গা আর আলো পছন্দ হলেই নাকি শুটিং শুরু করে দিতেন ইমতিয়াজ! সে সময় অনেক প্রত্যন্ত জায়গায় আলিয়াকে যেতে হয়েছিল ছবির তাগিদেই। সব জায়গায় প্রয়োজন মতো টয়লেট না পাওয়ায় রাস্তাতেই প্রাকৃতিক কাজ সারতে বাধ্য হয়েছিলেন আলিয়া।

প্রি/ড/ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে