GEEBD_1448625480

বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- নোয়াখালী প্রতিবেদকঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের মো. মাহমুদুল হাসান মামুন, এগ্রিকালচার বিভাগের ১০ম ব্যাচের খাইরুল বাসার বিপ্লব, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের ১০ম ব্যাচের শাহীন আলম স্বাধীন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের সবুজ ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন নারী শিক্ষককে উদ্দেশ্য করে অশালীন উক্তি ও আচারণ করে অভিযুক্ত ওই চার শিক্ষার্থী। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে অভিযুক্ত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কৃত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তাদের কেনো স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে প্রক্টরকে ৭ দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হয়েছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে