biman

বিডি নীয়ালা নিউজ(১৪ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ল্যান্ডিংয়ের সময় অর্থাৎ বিমান মাটি ছোঁয়ার ঠিক আগেই নিভিয়ে দেয়া হয় ভিতরের আলো।

যারা বিমানে যাতায়ত করেন তাদের এই বিষয়টি জানা আছে। কিন্তু কি কারণে এমনটা করা হয় সেটা জানেন কি?

বিমান দুর্ঘটনার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় তা ঘোটে ওঠা বা নামার সময়। আগাম দুর্ঘটনার সঙ্গে প্রস্তুত থাকতেই ল্যান্ডিংয়ের সময় বিমানের ভিতরের সব আলো বন্ধ করে দেওয়া হয়।

বিমান বিশেষজ্ঞদের মতে, আসলে অন্ধকারের সঙ্গে যাত্রীদের চোখ মানিয়ে নিতেই এ পদ্ধতি মেনে চলা হয়। বড়সড় কোনো ঘটনা ঘটলে অন্ধকারের মধ্যে বেরিয়ে আসতে পারেন যাত্রীরা। দুর্ঘটনার মতো পরিস্থিতি তৈরি হলে সবার আগে আলো নিভে যায়। সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এমনটা করা হয়। এতে হঠাৎ অন্ধকারে যাত্রীদের চোখ ধাঁধিয়ে যায় না।

ধরা যাক, একজন মানুষকে একটা অচেনা ঘরে ঢুকিয়ে দেয়া হলো। তারপর ঘরের বাতি নিভিয়ে দেয়া হলো। তখন ওই ব্যক্তি কি করবেন? অবশ্যই হাতড়াতে শুরু করবে আর বেরিয়ে আসার চেষ্টা করবেন। তাতে ব্যর্থ হওয়ার হারই বেশি। তাই বিমান বতরণের আগে ভিতরের আলো নিভিয়ে দিয়ে বিমানের যাত্রীদের চোখ সইয়ে নেয়া হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে