sundorban

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে চার দিনের লংমার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এর আগে ২০১৩ সালেও একবার একই দাবিতে সুন্দরবন অভিমুখে লংমার্চ করছে এই কমিটি।

বৃহস্পতিবার সকালে ঢাকার প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চটি শুরু হয়েছে, যা রবিবার বাগেরহাটের কাটাখালিতে গিয়ে শেষ হবে।

জাতীয় কমিটির আহবায়ক আনু মুহাম্মদ  জানান, পুরো লংমার্চ জুড়ে বিভিন্ন জেলায় সমাবেশ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় হবে।

ভারতের সঙ্গে যৌথভাবে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২০১১ সালে সমঝোতা করে বাংলাদেশ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড নামে এই কয়লাভিত্তিক কেন্দ্রটির অংশীদার থাকছে দুইদেশ।

কিন্তু পরিবেশবিদদের অভিযোগ, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হলে সুন্দরবনের পরিবেশ বিপন্ন হবে। তাই প্রকল্পটি বাতিলের দাবি জানাচ্ছেন তারা।

যদিও বাংলাদেশের সরকার বলছে, পরিবেশ দূষণ যাতে না হয়, সে ব্যাপারে সতর্ক থেকেই এটি নির্মাণ করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে