ডেস্ক রিপোর্ট : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে এবং জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হয়।পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবাহান পায়রা ও নানা রংয়ের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপাচার্য বৃক্ষ রোপন করেন।

দিবসটি উপলক্ষে শিক্ষক, কমচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাকিব আহমেদ বক্তব্য রাখেন।আলোচনায় অধ্যাপক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে সকল ধরনের অবিচারের বিরুদ্ধে সচেতন রয়েছেন।

বি/এস/এস/এন


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে