IMG_20160302_141429_206

বিডি নীয়ালা নিউজ(১লা মার্চ১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): যুদ্ধাপরাধ বিচারমঞ্চ রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্দ্যগে জাতীয় পতাকা দিবস পালন করা হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি জেলা শিশু একাডেমী মিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে  সসকল ভাষা শহীদের সম্মরনে নিরবতা পালন করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ,রাঙামাটি জেলা শাখার সকল সদস্যা রা পতাকা উত্তোলন করেন। যুদ্ধাপরাধ বিচারমঞ্চ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অত্র সংগঠনের মুক্তিযুদ্ধ, তথ্য ও গবেষণা সম্পাদক ফাতেমা তূজ জোহরা রেশমী, সাংস্কৃতিক সম্পাদক মেরেলিন মারমা এ্যানি,ত্রান ও পূর্ণবাসন সম্পাদক পার্থ দে,দপ্তর সম্পাদক শ্রাবন রায়,সদস্য বাবুল মারমা,সালেহ আহম্মেদ,,রবিন ইসলাম, সুবর্ণ বড়ুয়া, মোঃ আলো,মোঃ রাসেল ইসলাম,ইশতিয়াক কামাল মুন্না সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।
পতাকা উত্তোলন শেষে স্বাধীনতার প্রথম পতাকা যেই মানুষটি আজকের দিনে বহন করে নিয়ে গিয়েছিলো মহিব উল ইসলাম ইদু তার সাথে যুদ্ধাপরাধ বিচারমঞ্চ রাঙামাটি জেলার সকল সদস্য তার সাথে একটি ভিডিও কনফারেন্সে করেন।তৎকালীন  ১৯৭১ সালের ২রা মার্চ সকল বাধা উপেক্ষা করে তিনি কিভাবে জাতীয় পতাকটি বহন করে নিয়ে যায় সেই সব স্মৃতি চারন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে