মায়া

রোজী খান

 কি এক অদ্ভুত মায়া আর চুম্বকীয় আকর্ষণ আমায়,

শুধু তোমার কাছেই টানে ।

ভোরের আলোর স্পর্শে জেগে ওঠা,

আর সেই থেকেই অপেক্ষার প্রহর গুনা শুধুই তোমার জন্য।

তোমার কি তাই হয়! নাকি ঘুমিয়েই থাকো,

তুমিতো আবার ঘুম বিলাসী ।

নিদ্রার প্লাবনে কখনো কি হারিয়ে ফেলো আমায়?

হয়তো তুমার তেমনি হয় তাই না!

সেই প্লাবন থেকে তারপর কি আমাকে খুঁজে পাও,

নাকি আর খুঁজই না-খুব জানতে ইচ্ছে করে ।

রোদ বৃষ্টি আর ঝড়েও তুমি তোমার তোমাতেই অবরুদ্ধ ।

তোমার সৌন্দর্য রহস্যময় মিষ্টি হাসি,

সেকি কেবল মেঘের আড়ালে রঙের খেলা !

নাকি আমিই ভাবছি বেশি ।

আমার আমি হারিয়েছি কবে, হৃদয়পূর্ণ করেছি তোমার ।

তুমি কি বুঝো তবে?

তবে এই জানি আমাকে যতটা করেছো পূর্ণ এর বেশি কি রাখনি অপূর্ণ?

তুমি কি কখনো দেখেছো চাতক পাখির দৃষ্টি ।

বেদনাতুর হৃদয় চাই শুধুই বৃষ্টি ।

তোমার গল্পের মাঝে কখন হারায়েছি আমার মন,

আঁকাবাঁকা পথের ডাকে শুধু তোমার কাছেই যাবো এইতো ছিল পণ ।

এতো কাছে তবু রেখেছো দূরে তোমার মনোরথ ।

কখনও বুঝি হবেনা পাওয়া তোমার বাড়ির পথ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে