photo-1431614963

বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চায় না দে‌শের ব্যবসায়ীরা। ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন এফ‌বি‌সি‌সিআই‌য়ের সভাপ‌তি মাতলুব আহমাদ বুধবার এফ‌বি‌সি‌সিআই‌য়ের কর্মপরিকল্পনা ২০১৬ উপস্থাপনকা‌লে এ কথা জানান।

তিনি ব‌লেন, ‘ভ্যাট আদা‌য়ে র‌্যাবের খবরদা‌রি অযৌক্তিক। ভ্যাট আদা‌য়ে তৃতীয় কো‌নো প‌ক্ষের হস্থ‌ক্ষেপ চাই না।’

তি‌নি ব‌লেন, ‘আমরা এক টাকার ভ্যাট দি‌তে গি‌য়ে তিন টাকার হয়রা‌নির শিকার হ‌তে চাই না।’

তি‌নি আরো ব‌লেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) স‌ঙ্গে আলোচনা ক‌রে আমরা ব‌লে‌ছি, ব্যবসা‌য়ীরা ভ্যাট দি‌তে চায়, হয়রা‌নির শিকার হ‌তে চায় না। এনবিআর চেয়ারম্যান আমাদের আশ্বাস দি‌য়ে‌ছেন হয়রা‌নি কর‌বে না। তার পরও আমা‌দের ছোট ছোট ব্যবসা‌য়ী‌দের প্রতিষ্ঠা‌নে হানা দি‌চ্ছে, খাতাপত্র নি‌য়ে যা‌চ্ছে। যা কাম্য নয়। আমা‌দের শা‌ন্তিমত ব্যবসা কর‌তে না দি‌লে ভ্যাট দি‌তে পার‌বো না। আর ভ্যাট না দি‌লে দেশও এগি‌য়ে যে‌তে পার‌বে না।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে