bccnews24.com-sharif_land_minister-620x330
বিডি নীয়ালা নিউজ(২৭ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিনিধিঃ ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি চালু করতে কর্মপরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বৃহস্পতিবার সচিবালয়ে ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সংক্রান্ত এডিপি’র পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সারাদেশে ৬০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণের নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

চলতি বছর জুনের মধ্যে ১৫’শ ভূমিহীন পরিবাররের পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন ভূমিমন্ত্রী। সভায় জানানো হয়, ২৫৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প পরিচালক আতাউর রহমান, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে