আন্তর্জাতিক রিপোর্ট : দক্ষিণ চীন সাগরে সৃষ্ট গ্রীষ্মমন্ডলীয় ঝড় সোনকা ভিয়েতনামের মধ্যাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে। ঝড়টি চলতি বছরে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট চতুর্থ ঝড়।সোমবার ভিয়েতনামের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রো-মেটেওরোলোজিক্যাল ফোরকাস্ট একথা জানিয়েছে।
আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে মঙ্গলবার থান্হ হোওয়া থেকে থুয়া থিয়েন হুয়ে পর্যন্ত ভারী বর্ষণ এবং সাগরে শক্তিশালী ঢেউয়ের সৃষ্টি হতে পারে।

ঢেউগুলো দুই থেকে তিন মিটার উঁচু হয়ে থান্হ হোয়া থেকে কুয়াং বিনহ্ প্রদেশের বিভিন্ন স্থানে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খবর সিনহুয়া’র।ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশগুলোতে বিশেষত লাই চাউ, লাও কাই, কোও ব্যাং ও সোন লা-তে আগামী কয়েক দিনের মধ্যে আকস্মিক বন্যা ও ভূমিধস হতে পারে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে