আন্তর্জাতিক রিপোর্ট : ভারতের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার শপথ নিয়েছেন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেএস কেহর দেশটির চতুর্দশ রাষ্ট্রপতি হিসাবে তাকে শপথ বাক্য পাঠ করান। তিনি পিছিয়ে পড়া দলিত সম্প্রদায় থেকে দেশটির দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন।
খবর পিটিআই’র।এরপর নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় কোবিন্দ প্রথমেই তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, যে পদে ডঃ রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লি রাধাকৃষ্ণান এবং প্রণব মুর্খার্জি কাজ করেছেন সেই একই পদে কাজ করার সুযোগ পেয়ে আমি অন্তত গর্বিত।এরপর কোবিন্দ দেশের সংহতি রক্ষা, পিছিয়ে পড়া সমাজকে সঙ্গে নিয়ে সর্বাত্মক উন্নয়ন ও ডিজিটাল ব্যবস্থাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে