asaduzzaman-khan

বিডি নীয়ালা নিউজ (২রা ফেব্রুয়ারী১৬) ঢাকা প্রতিনিধিঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বিভিন্ন সময়ে সংঘটিত ব্লগার হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্লগার হত্যাকারীসহ জঙ্গীদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কারণে নিবিড় তদন্তের মাধ্যমে ব্লগার রাজীব হায়দার, ওয়াসিকুর রহমান বাবু ও আরিফ রহমান দিপুদের হত্যাকারী এবং আসিফ মহিউদ্দিনের ওপর আক্রমণকারীদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হয়েছে। তিনি বলেন, অন্যান্য ব্লগার হত্যাকারীদের শনাক্ত করে বিচারে সোপর্দ করার জন্য এসব মামলা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। আসাদুজ্জামান খাঁন বলেন, জঙ্গীদের অপতৎপরতা রোধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্লগার হত্যাকান্ড ও জঙ্গীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম ঊর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়মিত মনিটর করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে